বর্তমান নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল ও জনগণের আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এই কমিশনের পক্ষে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়ছে।
রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ নির্বাচন কমিশনের প্রতি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন একতরফা সিদ্ধান্তের মাধ্যমে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে, যা নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এ ধরনের সিদ্ধান্ত চলমান থাকলে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, আমরা দেখেছি আপিল শুনানির শেষ দিনে নির্বাচন কমিশনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। একদিকে বাইরে ছাত্রদল মব অবস্থান করছিল, অন্যদিকে কমিশনের ভেতরে বিএনপির মহাসচিবসহ দলটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলেছে। পুরো ঘটনাকে ‘নাটক’ আখ্যা দেন আসিফ মাহমুদ।
এসময় তিনি আরও জানান, এ পরিস্থিতিতে জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত রাখার কথাও জানান তিনি।