Image description

যশোর-১ সংসদীয় আসনে বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে ওই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয় ইসি।

ইসি সূত্র জানায়, প্রাথমিকভাবে যশোর-১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মফিকুল হাসান তৃপ্তির নাম ঘোষণা করা হলেও পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নুরুজ্জামান লিটনকে প্রার্থী করা হয়। আপিল শুনানিতে তৃপ্তি তার পক্ষে বৈধ দলীয় মনোনয়নসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র বা প্রত্যয়ন উপস্থাপন করতে ব্যর্থ হন। এ কারণে কমিশন তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে।

নির্বাচন কমিশন আরও জানায়, রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও আনুষ্ঠানিক দলীয় নথিপত্র পূরণ না হলে কোনো মনোনয়ন বৈধ বলে বিবেচিত হতে পারে না।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যশোর-১ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে প্রার্থী নির্বাচনকে ঘিরে দলীয় অভ্যন্তরীণ সমন্বয় ও স্থানীয় নেতৃত্বের প্রভাব বরাবরই আলোচনায় থাকে। বিএনপির নেতারা মনে করছেন, শার্শা উপজেলা থেকে প্রার্থী হওয়ায় নুরুজ্জামান লিটনের স্থানীয় সমর্থন তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকবে।

এদিকে নিজের মনোনয়ন বাতিলের বিষয়ে মফিকুল হাসান তৃপ্তি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।