ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আপিল শুনানির নবম দিনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, ‘ঢাকা-১ আসনের লেবার পার্টির প্রার্থী মোহাম্মদ আলী গত ১৩ জানুয়ারি দ্বৈত্য নাগরিক ইস্যু নিয়ে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশনের ডাকা শুনানিতে দেশের প্রখ্যাত ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির, ব্যারিস্টার শ্যামলসহ ৫০ জন আইনজ্ঞ পর্যাপ্ত প্রমান নির্বাচন কমিশনে উপস্থাপন করেন।
তিনি আরো বলেন, ‘দোহার-নবাবগঞ্জের উন্নয়নে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইনসাফের বাংলাদেশ গড়তে ভোটাররা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।’
আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেন, ‘ঢাকা-১ আসনে ব্যারিস্টার নজরুল ইসলামের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে করা আপিল নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছেন। আপনারা দোয়া করবেন উনি যাতে জয়ী হোন।