Image description
 

কুষ্টিয়ায় চোর সন্দেহে মনিরুল (৪৫) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১২টার দিকে কুষ্টিয়া পৌর এলাকাধীন চর থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরুল স্থানীয় বাসিন্দা মৃত. আশরাফ মন্ডলের ছেলে।

 

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো শুক্রবার রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ঘরের বাইরে যায়। কিছুক্ষণ পর বাসার গেটের বাইরে শব্দ শুনতে পেয়ে পরিবারের লোকজন বাসার বাইরে গেটের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের স্ত্রী মনিরা খাতুনের অভিযোগ, কয়েকদিন ধরেই স্থানীয় প্রতিবেশী কয়েকজন লোক মনিরুলকে মারধর করার হুমকি দিচ্ছিল। শুক্রবার সন্ধ্যায়ও তারা বাড়ির ওপর এসে হুমকি দিয়ে যায়। এরাই আমার স্বামীকে মেরে বাসার সামনে লাশ ফেলে গেছে। সঠিক তদন্ত করলেই সবকিছু বেড়িয়ে আসবে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, শহরের চর থানাপাড়া এলাকায় এক রিকশাচালকের রহস্যজনক মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।