Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৫৩টি আসনে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন জোট। গতকাল বৃহস্পতিবার রাতে আসন সমঝোতা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘আসন সমঝোতায় জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি ও নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে।’

জানা যায়, অবশিষ্ট ৪৭টি আসন রাখা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য।

 তবে আজ শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় আসন সমঝোতার এই জোটে থাকবে না দলটি। বরং ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 
ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ায় দলটির জন্য রাখা ৪৭টি আসনে কারা প্রার্থী হতে পারেন তা নিয়ে চলছে আলোচনা। 

১০ দলীয় জোটের একটি সূত্র জানায়, অবশিষ্ট আসনগুলো সমঝোতার ভিত্তিতে জোটে থাকা দলগুলোর মধ্যে বণ্টন হবে।

ইতিমধ্যে এ বিষয়ে আলোচনা করেছেন জোটের নেতারা। 
নাম প্রকাশ না করার শর্তে জোটের একজন নেতা জানান, অবশিষ্ট ৪৭টি আসনের মধ্যে ৩৫-৪০টি আসনে প্রার্থী দেবে জামায়াত। আর ৭-১২টি আসন পাবে এনসিপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও এবিপার্টিসহ জোটের দলগুলো।