Image description
 

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আওলাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (রাত ৮টা) উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আওলাদ হোসেন মহব্বতপুর গ্রামের বাসিন্দা ও প্রয়াত আবদুল লতিফ খলিফার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আনোয়ারের সঙ্গে ইয়ামিনদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারের নেতৃত্বে কয়েকজন দেশি অস্ত্র নিয়ে ইয়ামিনের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা বাড়িতে ঢুকে ইয়ামিনকে খুঁজতে থাকে। এ সময় ইয়ামিনের ফুফা আওলাদ হোসেন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে হামলাকারীরা দেশি অস্ত্র দিয়ে আওলাদ হোসেনের মাথায় আঘাত করে গুরুতর আহত করে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে এটি পারিবারিক পূর্বশত্রুতার জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শীর্ষনিউজ