Image description
 

গণভোটকে ঘিরে জনসচেতনতা বাড়াতে সরাসরি মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দেশের বিভিন্ন জেলায় গিয়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রচারণা কর্মসূচি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে পরিষ্কার ধারণা তৈরি এবং অংশগ্রহণে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদানের দায়িত্বে থাকা উপদেষ্টা পরিষদের সদস্যরা এই প্রচার কার্যক্রম শুরু করেছেন। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত তারা দেশের বিভিন্ন জেলায় অবস্থান করে গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন।
এই কর্মসূচির আওতায় উপদেষ্টারা স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। একই সঙ্গে গণভোটে সক্রিয় অংশগ্রহণ কেন গুরুত্বপূর্ণ, সে বিষয়েও জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হবে।
সরকারি সূত্রগুলো বলছে, এই মাঠপর্যায়ের প্রচারণার মাধ্যমে গণভোটকে ঘিরে বিভ্রান্তি দূর হবে এবং জনগণ সিদ্ধান্ত গ্রহণে আরও সচেতন ও সম্পৃক্ত হতে পারবেন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতেই এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।