আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ জোটের সমজোতা চূড়ান্ত হয়েছে। জোটের অংশ হিসেবে মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি) পেয়েছে ৩ আসন। এবং মাওলানা আবদুল বাছিত আজাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস দলটি পেয়েছে ১০ আসন।
বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনি জোটের সংবাদ সম্মেলন এ ঘোষণা দেওয়া হয়েছে।
১১ দলীয় জোটের বাকি ১০ দলের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এর আগে নির্বাচনি সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সকালে বৈঠকে বসেন জামায়াতসহ ১০টি দলের শীর্ষ নেতারা। অবশ্য এতে ইসলামী আন্দোলনের কেউ যোগ দেননি। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার ওই বৈঠকে আসন সমঝোতা, ইসলামী আন্দোলনের থাকা-না থাকার বিষয়সহ নানা দিক নিয়ে আলোচনা হয়।