Image description
 

সাগর ও সমুদ্র সৈকত দেখতে কক্সবাজারে বেড়াতে এসে ধরা পড়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ জন নেতা। তাদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতাও রয়েছেন।

 
 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পুলিশ হেফাজতে ওই ছাত্রলীগ নেতাদের সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে।

 

সুত্র বলছে, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা কক্সবাজারে বেড়াতে আসেন। কক্সবাজার শহরের বিমান বন্দর এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন তারা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

 

এরা হলেন কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক মো. রনি খান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব, সামাদ উল্লাহ ও পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন।

 

যদিও কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫ বিষয়টি নিশ্চিত করেনি।

 

তবে কিশোরগঞ্জের কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রলীগ নেতাদের কটিয়াদী থানায় নিয়ে যাওয়া হয়েছে।