ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
এ সময় তিনি বলেন, ‘গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই—তার একটি স্পষ্ট দিকনির্দেশনা নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমেই।’
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘নির্বাচন ও গণভোটে অধিকসংখ্যক মানুষের অংশগ্রহণ এবং সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে ও সচিব আমিন আল পারভেজের সঞ্চালনায় মতবিনিময়সভায় বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।
তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের শৃঙ্খলা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেকোনো অভিযোগ দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সভায় গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ সরকার, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।