Image description

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা। যে কারণে চলমান বিপিএলে ঢাকা পর্বের প্রথম ম্যাচটি মাঠেই গড়ায়নি। চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা মাঠে যায়নি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও দুই দলের কোনো ক্রিকেটাররই মাঠে যায়নি। 

এদিকে সূচি অনুযায়ী দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের খেলা হওয়ার কথা থাকলেও সেই ম্যাচেও খেলোয়াড়রা উপস্থিত হননি।