Image description

নরসিংদী জেলার পলাশ উপজেলার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়টি  সরকারি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হলো।

বুধবার (১৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রচলিত বিধি-বিধানের আলোকে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্মীকৃত শিক্ষক/কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।’

এর আগে গত ৩ ডিসেম্বর নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি সরকারি করা হয়।

গত ২৭ অক্টোবর যশোরের অভয়নগর উপজেলার জে জে আই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করা হয়। 

গত ১৬ সেপ্টেম্বর একই শর্তে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয় সরকারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত ১৫ জুলাই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় ও গত ১০ জুলাই খুলনার খালিশপুর উপজেলার পিপলস জুট মিলস মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করা হয়।