হবিগঞ্জের বানিয়াচংয়ে মতিউর রহমান নামে এক প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ছিলাপাঞ্জা গ্রামের প্রবাসী মতিউর রহমানের বাড়ির পাশ থেকে এটি উদ্ধার করা হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, আজ দুপুরে মতিউর রহমানের বাড়িতে ডোবার পাশে কাজ করতে গিয়ে মাটিতে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি দেখতে পান স্থানীয়রা। গ্রেনেডের গায়ে লেখা রয়েছে (CCS-60C) TEAR GAS HAND GRENADE। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।
তিনি জানান, এর মধ্যেই সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।