Image description

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কুড়িগ্রামের বালারহাট সীমান্তে ভারতীয় বর্ডার গার্ড ফোর্স (বিএসএফ) নতুন সড়ক নির্মাণে তীব্র আপত্তি জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে কাজ বন্ধ থাকার পর পরিস্থিতি পর্যালোচনা করতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) আওতাধীন বালারহাট বিওপির সীমান্ত এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বিজিবি জানায়, বিএসএফ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সীমান্ত পিলার ৯৩৪ এর ১৫০ গজের মধ্যে রাস্তা নির্মাণ শুরু করে। সীমান্ত প্রবিধান অনুসারে, জিরো লাইনের ১৫০ গজের মধ্যে যে কোনো নির্মাণ বা সংস্কার কাজের জন্য উভয় দেশের পূর্ব বিজ্ঞপ্তি এবং সমন্বয় বাধ্যতামূলক। এই নিয়ম লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

বৈঠকে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট ১৫-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৩-বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কে কে রাও।

ভবিষ্যতে এ ধরনের কোনো পদক্ষেপের আগে বিজিবিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার পরামর্শ দেন বিজিবি অধিনায়ক। এছাড়া তিনি নির্মাণাধীন স্থানের প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য উভয় দেশের সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে একটি ‘জয়েন্ট সার্ভে টিম’ গঠনের মাধ্যমে ঘটনাস্থলে পরিদর্শনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

বিজিবির আপত্তির পরিপ্রেক্ষিতে বিএসএফ কমান্ড্যান্ট কে কে রাও দাবি করেন, সেখানে নতুন কোনো রাস্তা নির্মাণ করা হচ্ছে না, বরং বিদ্যমান সড়ক মেরামত করা হচ্ছে। তবে ভবিষ্যতে রাস্তা প্রশস্তকরণ বা নতুন কোনো নির্মাণকাজ শুরু করার আগে বিজিবিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের শিমুলবাড়ী বিওপি সংলগ্ন নাগেশ্বরী সংযোগ সড়ক পাকাকরণের বিষয়েও আলোচনা হয়। বিএসএফ এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখে এবং আনুষ্ঠানিক প্রস্তাব প্রাপ্তির সাপেক্ষে নৈতিক বিবেচনার আশ্বাস দেয়।

বৈঠক শেষে ১৫-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি গণমাধ্যমকে বলেন, বিজিবি কখনোই সীমান্ত আইন ও দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘনের কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সবসময় কঠোর ও পেশাদার অবস্থান বজায় রাখবে।