জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, গণভোটে যারা ‘না’ ভোটের ক্যাম্পেইন করছেন, জনগণ তাদের লালকার্ড দেখাবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, গণভোটে না ভোটের ক্যাম্পেইন যারা করছে তারা ফ্যাসিস্ট। যারা না ভোটের ক্যাম্পেইন করছে তারা বাংলাদেশকে পেছনে নিয়ে যেতে চায়।
তিনি আরও বলেন, তারা শাপলা চত্ত্বরের মতো ম্যাসাকার করতে চায়। তারা আলেম ওলামাদের হত্যা করতে চায়।