Image description

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটারদের ভোট প্রদানে আগ্রহী করতে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার (১২ জানুয়ারি) উপজেলার চরপক্ষিয়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের নারীরা ভোট দিতে ভোট কেন্দ্রে যান না। পীরের নির্দেশ মান্য করে এ ইউনিয়নের নারীরা ভোট দেয়া থেকে নিজেদের বিরত রেখেছেন। স্বাধীনতার পর থেকেই চলেছে এমন ঘটনা বলে জানান স্থানীয়রা।

রূপসা দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৬শ' ৯৫ জন, এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ২শ' ৯৯ জন। লেখাপড়া, বাজার আর অন্যান্য দৈনন্দিন কাজে ঘরের বাইরে বের হলেও নির্বাচনের দিন ঘরে বসেই সময় কাটে এ ইউনিয়নের নারীদের।

সভায় কুরআন ও হাদিসের আলোকে নারীদের ভোট প্রদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন  অতিথিরা। পর্দা রক্ষা করে নারীরা ভোট দিতে পারবেন বলে জানান জেলা প্রশাসক।