গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় পপুলার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন; যদিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়েছে, জামায়াত-শিবিরবিরোধী স্ট্যাটাস দেওয়ায় দুবৃত্তরা তার ওপর হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটেছে গত শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি রিকশায় যাত্রা করছিলেন, তখন পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা মারলে তিনি পড়ে গিয়ে আহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সানজিদা হক মিশু। তিনি বলেন, আহত শিক্ষক জয়নাব বিনতে হোসেনের মা আমাদের জানিয়েছে, রিকশায় যাওয়ার সময় পিছন থেকে একটি বাইক এসে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর তিনি পড়ে গিয়ে আহত হন। বর্তমানে জয়নাব বিনতে হোসেন আশঙ্কামুক্ত আছেন। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।