রাজবাড়ীতে ১৮টি মামলার পলাতক আসামি ও বহিষ্কৃত বিএনপি নেতা মশিউল আজম চুন্নু ও তার সহযোগী হৃদয়কে অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
গ্রেপ্তারকৃত মশিউল আজম চুন্নু রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকার মৃত খোন্দকার আব্দুর রশিদের ছেলে। সে বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা বিএনপির বহিস্কৃত সদস্য। তার সহযোগি হৃদয় শেখ বালিয়াকান্দি উপজেলার শেখপাড়া এলাকার রফিক শেখের ছেলে।
আজ রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকার একটি ইটভাটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে বিকেলে রাজবাড়ীর আর্মি ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও বহিষ্কৃত বিএনপি নেতা মশিউল আজম চুন্নু, তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের নিকট থেকে একটি এয়ার রাইফেল, চারটি ওয়াকিটকি চার্জার, তিনটি ওয়াকিটকি, দুটি চাকু, এক বোতল মদ, চারটি মদের খালি বোতল, চারটি মোবাইল ফোন, নগদ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়। পরে বিকেলে তাদেরকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে। এ ছাড়াও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা চলমান আছে।