Image description
 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে মাইক্রোফোন হাতে কাজ করার কথা ছিল রিধিমা পাঠকের। ভারতীয় এই উপস্থাপিকার কাজ শুরুর আগেই তাকে উপস্থাপনার প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।

 

বিপিএলের ঢাকা পর্ব শুরেু হলে রিধিমার উপস্থাপনা করার কথা ছিল। কিন্তু তার আসাই হলো না। তার পরিবর্তে পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাস এসেছেন বাংলাদেশে।

বিপিএলে ধারাভাষ্য দিতে এসেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো জনপ্রিয় ধারাভাষ্যকাররা।

রিধিমার বাদ পড়াটা যে মোস্তাফিজুর রহমানের ঘটনার প্রভাব তা না বললেও চলে। গত শনিবার আইপিএল থেকে মোস্তাফিজুরকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

এমন সিদ্ধান্তের পরেই বাংলাদেশ-ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফেব্রুয়ারিতে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এক চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি।