Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের কার্যক্রম শুরু হয়েছে। আপিল গ্রহণের প্রথম দিনেই নির্বাচন কমিশনে (ইসি) ৪২টি আবেদন জমা পড়েছে।

এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪১টি আপিল এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল দায়ের করা হয়েছে।

যেসব আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল জমা পড়েছে, সেগুলো হলো- লালমনিরহাট-১, রংপুর-১, রংপুর-৪, বগুড়া-৩, চাঁপাইনবাবগঞ্জ-২, রাজশাহী-৫, নাটোর-১, যশোর-৫, নড়াইল-১, বাগেরহাট-১, খুলনা-৬, পটুয়াখালী-৩, টাঙ্গাইল-১, কিশোরগঞ্জ-১ ও ৪, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৩ (২টি), ঢাকা-৯, ঢাকা-১৮, গাজীপুর-১, ২ ও ৩, গাজীপুর-৫ (২টি), নরসিংদী-১ ও ৪, নারায়ণগঞ্জ-৪, ফরিদপুর-৪, গোপালগঞ্জ-২, মাদারীপুর-২, শরীয়তপুর-১ (৩টি), শরীয়তপুর-৩, কুমিল্লা-১ ও ৯, চাঁদপুর-২, ফেনী-১, চট্টগ্রাম-১১ এবং কক্সবাজার-২।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একটি আপিল আবেদন জমা পড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আপিল দায়ের কার্যক্রম আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে। নির্ধারিত সময় শেষে আপিলগুলো শুনানি ও নিষ্পত্তির প্রক্রিয়ায় নেওয়া হবে।