Image description

ছত্তিশগড় রাজ্যের সুরজপুরে বজরং দলের স্থানীয় কয়েকজন সদস্য পশ্চিমবঙ্গের ৮ জন সংখ্যালঘু মুসলিম পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করেছে। অভিযোগ, শ্রমিকরা বাংলায় কথা বলায় তাদের ‘বাংলাদেশি’ সন্দেহ করে হামলা চালানো হয়। আহতদের মধ্যে চারজন নাবালক।

পুলিশ সূত্রে জানা গেছে, আহতরা পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মফস্বল থানার চেপরি ও আরশা গ্রামের বাসিন্দা। তারা সুরজপুরের একটি বেকারিতে কাজ করছিলেন। সোমবার দুপুরে বজরং দলের যুবকরা লাঠিসোঁটা নিয়ে বেকারিতে ঢুকে শ্রমিকদের পরিচয় জানতে চায়। বাংলায় কথা বলায় তাদের গালিগালাজ করা হয় এবং মারধর করা হয়। শ্রমিকরা আধার ও ভোটার কার্ড দেখানোর পরও হামলা থামেনি।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আহত শ্রমিকদের উদ্ধার করে। চার জন শ্রমিক ইতোমধ্যে বাড়ি ফিরেছেন, বাকিদের স্থানীয় সেফ হোমে রাখা হয়েছে। পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে সমন্বয় করে তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করছে।

পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তেওয়াড়ি জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আহত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেছেন, তাদের জীবন নিরাপদ রাখতে এবং ভিন রাজ্যে কাজের জন্য বৈধ কাগজপত্র দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

শীর্ষনিউজ