সিলেটের ঐতিহ্যবাহী মুরারি চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের প্রথম ব্লক, শহীদ ওসমান হাদি হল নামে নামকরণ করা হয়েছে।
ছাত্রাবাসে বসবাসরত শিক্ষার্থীদের সম্মিলিত সমর্থনে এ নামকরণ কার্যক্রম সম্পন্ন হয়। এমসি কলেজের আবাসিক ছাত্র, ঐকতান সাহিত্য ও সংস্কৃতি সংসদের মুখ্য সম্পাদক লবীব আহমদ সোমবার এ তথ্য জানান।
এ উপলক্ষে শনিবার আসরের নামাজের পর ছাত্রাবাসে দোয়া মাহফিলের মাধ্যমে ব্লকটির নামকরণ করা হয়। দোয়ায় মধ্যে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে দেশের সকল শহীদের রুহের মাগফিরাত, দেশের শান্তি, অগ্রগতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম ছাত্রাবাসের প্রিফেক্ট তালহা।
নামকরণ অনুষ্ঠানে ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী মাহমুদুল হাসান, মো. রাজু খান, সুহেল আহমেদ, সিজান, সুহাগ, জাবেরসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদ ওসমান হাদির নতুন বাংলাদেশ বিনির্মাণের আদর্শ ও ঐতিহ্যকে স্মরণ করে শিক্ষার্থীদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।