Image description

বৈধ হওয়া ১০ প্রার্থীর মধ্যে ৯ জনের নাম পরিচয় জানা গেলেও গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভূইয়ার পরিচয় নিয়ে শুরু হয় মানুষের মধ্যে বিভ্রান্তি। এই দলে, এই নামে, কারো পরিচয় নিশ্চিত করে কেউ জানেন না।

পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্র সূত্রে জানা যায়, গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভূইয়ার বাড়ি নবীনগর উপজেলার গুড়িগ্রামে।

পরে খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার নজরুল ইসলাম নবী নিজের নাম পরিবর্তন করে হয়েছেন নজরুল ইসলাম ভূইয়া। এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নজরুল ইসলাম নবীকে একাধিকবার তার মোবাইল ফোন নাম্বারে কল দিলেও তিনি ফোন রিসিভ করে নাই।

খোঁজ নেওয়ার সময় কেউ কেউ মজা করে বলেছেন, আরে ভাই, ভালো করে খবর নিয়ে দেখেন, ৫ আগষ্টের আগে গাছে গাছে যে ঝুলে থাকতো ব্যারিস্টার নজরুল ইসলাম নবী, তিনিই হবেন।

রোববার দুপুরে তিনি তার ‘ব্যারিস্টার নজরুল ইসলাম নবী’,ফেসবুক আইডি থেকে লিখেন,

‘বিসমিল্লাহির রাহমানির রাহীম। আমার নমিনেশনখানি যাচাই-বাছাইয়ে আল্লাহ তাআলার রহমতে বৈধ বলিয়া ঘোষিত হইয়াছে। সবাই আমার জন্য দোয়া করিবেন যেন নির্বাচিত হয়ে আপনাদের সেবা করিতে পারি। ’

এরপরই নিশ্চিত হওয়া গেছে নজরুল ইসলাম নবী'ই নিজের নাম ও দল পরিবর্তন করে নজরুল ইসলাম ভূইয়া নাম দিয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে

গণফ্রন্টের প্রার্থী হয়েছেন।