বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের ব্যাটের স্পন্সর ছিল ভারতীয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসজি (সানস্পাইরেলস গ্রিনল্যান্ডস)। এই চুক্তির আওতায় নিজের পছন্দ অনুযায়ী ব্যাট তৈরি করানোর পাশাপাশি স্পন্সর লোগো ব্যবহারে আর্থিক লাভের সুযোগ পেতেন তিনি। তবে সেই আয়ের পথ এবার বন্ধ হয়ে যাচ্ছে। লিটনের ব্যাটে আর দেখা যাবে না এসজির স্টিকার।
শুধু লিটনই নন, ইয়াসির আলী রাব্বি ও মুমিনুল হকের সঙ্গেও চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির। জানা গেছে, এসজি আগে থেকেই চুক্তি নবায়নের আশ্বাস দিয়েছিল। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলে কোনো ব্যাখ্যা ছাড়াই চুক্তি না বাড়ানোর কথা জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে দেশের একটি জাতীয় দৈনিকে টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক জানান, ‘আমি শুনেছি লিটনের ব্যাটের স্পন্সর চুক্তি বাতিল করেছে এসজি। আমাকে এখনও কিছু বলেনি। কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে জানতে পারব।’
মূলত দুই দেশের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের প্রভাব ২২ গজেও ভালোভাবেই পড়ছে। আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর আন্দোলনের মুখে বিসিসিআই হস্তক্ষেপে শেষ পর্যন্ত তাকে ছাড়তে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য ভেন্যুতে আয়োজনের দাবি জানায় বিসিবি।