টঙ্গী ফ্লাইওভারের নিচে মহাসড়কে ছিনতাইকারী সন্দেহে সুমন (৩০) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়েছে জনতা। শুক্রবার (২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের টঙ্গী স্টেশন রোডের মোড়ে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মোবাইল ছিনতাইয়ের অভিযোগে জনতা সুমন নামে এক ব্যক্তিকে আটক করে। এরপর মহাসড়কে খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেওয়া হয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করেনি। পরে পুলিশ একটি ভ্যানে রাজধানীর উত্তরায় বাংলাদেশ মেডিক্যালে পাঠিয়ে দেয়।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, সুমন ফ্লাইওভারের নিচে থেকে ভিক্ষা করত।
ছিনতাই করত কি না জানা যায়নি। জনতার গণপিটুনি থেকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নেওয়া হলে সে শুধু নাম সুমন বলতে পেরেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে একটি ভ্যানে করে উত্তরায় বাংলাদেশ মেডিক্যালের দিকে পাঠিয়েছি।