সংগীতের আঙিনা মাতিয়ে এবার বড় পর্দায় অভিনেতা হিসেবে ধরা দিচ্ছেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। নতুন বছরে মুক্তি পেতে যাওয়া ‘মুনওয়াক’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখছেন তিনি; বছরের প্রথম দিনে এই খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মাঝে তৈরি হয়েছে কৌতূহল।
কমেডি ঘরানার এই সিনেমাটি পরিচালনা করছেন মনোজ এনএস। প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘বিহাইন্ড উডস প্রোডাকশন।’ গত বছর থেকে গুঞ্জন, এক ভিন্ন অবতারে দেখা যাবে এআর রহমানকে। এবার ‘মুনওয়াক’সিনেমায় তার অভিনয়ের খবর আসতে নিশ্চিত হওয়া গেল বিষয়টি।
কেমন হবে রহমানের চরিত্র?
পরিচালক মনোজ এনএস ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিনেমায় রহমানকে কিছুটা ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ঘরানার এক পরিচালকের চরিত্রে দেখা যাবে। চরিত্রটি কাল্পনিক হলেও এতে গল্পের গুরুত্বপূর্ণ মোড় রয়েছে।
পরিচালক আরও জানান, ছবির গান রেকর্ডিংয়ের পর যখন আমি তাকে অভিনয়ের প্রস্তাব দেই এবং চরিত্রটি সম্পর্কে বিস্তারিত বলি, তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। শুটিং সেটে তাকে দারুণ প্রাণবন্ত ও সাবলীল অভিনয় করতে দেখা গেছে।
অভিনয়ের পাশাপাশি এই সিনেমার জন্য পাঁচটি গানও গেয়েছেন এ আর রহমান। যেহেতু সিনেমায় ‘ইন্ডিয়ান মাইকেল জ্যাকসন’ খ্যাত প্রভু দেবা রয়েছেন, তাই এতে উচ্চমানের নাচের দৃশ্য থাকবে তা নিশ্চিত। তবে দর্শককে চমকে দেওয়ার মতো বেশ কিছু দৃশ্য এই সিনেমায় অপেক্ষা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।