Image description

গত এক বছরে ছয় লাখ টাকা আয় করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। এ আয়ের উৎস জানিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম এ সংগঠক।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের আয়ের উৎস জানান মাসউদ। এ সময় বাৎসরিক আয় না লিখে মোট সম্পদের পরিমান শিরোনামে লেখায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

হান্নান মাসউদ তার ফেসবুক পোস্টে জানান, ‘হলফনামায় সম্পদের বিবরণীতে গত একবছরে আয় ৬লাখ টাকা। মাসে মোটামুটি টকশো থেকেই আয় ৫০+ ছিলো। সবার ক্ষেত্রে বাৎসরিক আয় নিউজের জন্যে পিক করা হলেও, আমার  ক্ষেত্রে নিউজের জন্যে পিক করা হলো সম্পদের বিবরণ।’

তিনি আরও বলেন, ‘শুধু মুখরোচক নিউজে আবারও হেয় করার তীব্র বাসনা থেকে যা করা হয় আর কি! যাই হউক, আপনারা আপনাদের মতো মিথ্যাচার করে যান, কিন্তু স্বদিচ্ছা থাকলে পুরো বিবরনীটা পড়লেই পারতেন।’