এবারের বিপিএলে চট্টগ্রাম পর্ব হচ্ছে না। সূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা ছিল, তবে ওই ম্যাচগুলো সিলেটে সরিয়ে আনা হয়েছে। ২ জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা থাকলেও তা এখন হবে ১২ জানুয়ারি। এরপর বিপিএল চলে যাবে ঢাকায়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েই গতকাল ৩০ ডিসেম্বর খেলা বন্ধ ছিল। আর আজ ৩১ জানুয়ারি সূচির ধারাবাহিকতা রাখতে একদিনের বিরতি ছিল। তার মানে ২ দিনের জন্য খেলা পিছিয়ে গেছে।
এদিকে সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল ২ জানুয়ারি। বেগম জিয়ার মৃত্যু এবং একদিন নির্ধারিত বিরতিসহ খেলা বন্ধ থাকায় সিলেট পর্ব এখন ৪ জানুয়ারি শেষ হবে।
ওদিকে চট্টগ্রাম পর্ব শুরুর কথা ছিল ৫ জানুয়ারি। ফলে সিলেটের পর চট্টগ্রাম পর্বে খেলা শুরুর মাঝে কোনো বিরতি না থাকায় কিছুতেই ৫ জানুয়ারি খেলা শুরু সম্ভব না। আর বিরতি দিয়ে খেলা শুরু করতে গেলেও ঢাকার সূচিতে পরিবর্তন আসবে। সব মিলিয়ে বেশ ঝামেলা পোহাতে হবে। এ জন্য শেষ পর্যন্ত চট্টগ্রাম পর্বের খেলা সিলেটেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন