তুরস্কের সশস্ত্র গোষ্ঠী আইএসআইএলের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে অন্তত ১২৫ জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আলজাজিরা জানিয়েছে, তুরস্ক সরকারের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে আইএসআইএলের আঞ্চলিক তৎপরতা বাড়ার ইঙ্গিত পাওয়ার পর এই অভিযান জোরদার করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, রাজধানী আঙ্কারাসহ ২৫টি প্রদেশে একযোগে অভিযান চালিয়ে এসব সন্দেহভাজনকে আটক করা হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে এটি আইএসআইএলবিরোধী তৃতীয় বড় অভিযান।
এই অভিযানের আগের দিন, মঙ্গলবার তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা শহরে পুলিশ ও সন্দেহভাজন আইএসআইএল সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সংঘর্ষে তিনজন তুর্কি পুলিশ সদস্য এবং ছয়জন সন্দেহভাজন আইএসআইএল সদস্য নিহত হন। নিহতদের সবাই তুরস্কের নাগরিক।
স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া বলেন, যারা আমাদের ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতি ক্ষুণ্ন করতে চায়, তারা কেবল রাষ্ট্রের শক্তি ও জাতির ঐক্যের মুখোমুখি হবে।
ধারাবাহিক এসব অভিযানের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে তুরস্কের দমন অভিযান আরও বিস্তৃত হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।