এনসিপি ছাড়ছেন যারা, তাদের জন্য আমজনতার দলের দরজা খোলা রাখার কথা বলেছিলেন দলটির সদস্যসচিব মো. তারেক রহমান। কিন্তু সেই ‘খোলা দরজা’ দিয়েই এবার দল ছাড়লেন তার নিজের দলের সহসভাপতি সাধনা মহল।
রোববার রাত (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে আমজনতার দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পোস্টে সরাসরি কোনো কারণ উল্লেখ না করলেও মন্তব্যের ঘরে দেওয়া প্রতিক্রিয়াগুলোতে সিদ্ধান্তের পেছনের ইঙ্গিত পাওয়া যায়।
একই দিন সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, সদ্য নিবন্ধিত আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তার যোগদানের পরপরই সহসভাপতির পদ ছাড়ার ঘোষণা দেন সাধনা মহল।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমজনতার দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি তারেক রহমান ও দলের জন্য শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন, বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই দলটি তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত সংশোধনের সুযোগ পাবে।
পোস্টে দেওয়া বিভিন্ন মন্তব্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এক মন্তব্যে বলা হয়, হিরো আলমের যোগদানের কারণে দল ছাড়ার সিদ্ধান্ত হতাশাজনক। জবাবে সাধনা মহল জানান, বিষয়টি কোনো একজন ব্যক্তিকে ঘিরে নয় এবং এটি সহজেই বোঝার কথা।
অন্য এক মন্তব্যে হিরো আলমকে নিয়ে সমালোচনা করা হলে তিনি স্পষ্টভাবে জানান, এই সিদ্ধান্ত তার কাছে গ্রহণযোগ্য নয়। পরে আরও এক আলোচনায় সাধনা মহল বলেন, হিরো আলমের অর্জন, কর্মজীবন কিংবা জনপ্রিয়তার সঙ্গে তার রাজনৈতিক আদর্শের কোনো মিল নেই এবং তিনি মনে করেন না যে হিরো আলম মজলুম মানুষের রাজনৈতিক অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
আলোচনার এক পর্যায়ে নাগরিকদের রাজনৈতিক অধিকার প্রসঙ্গ উঠলে সাধনা মহল বলেন, হিরো আলমকে সংসদে পাঠানোর চেষ্টা করলে বাস্তবে তা সম্ভব হবে না।