সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন যে, খালেদা জিয়াকে প্রহসনমূলক রায়ের মাধ্যমে কারাগারে পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছিল।
আইন উপদেষ্টা বলেন, বেগম জিয়াকে যে মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেটি যে সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল তা সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়েও এটি স্পষ্ট হয়েছে যে, সম্পূর্ণ জিঘাংসা থেকে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। তাঁর মতে, কারাগারে দীর্ঘ সময় যেভাবে নির্যাতন করা হয়েছে, তা না হলে হয়তো তাঁকে আজ অকালে হারাতে হতো না।
ব্যক্তিগত অভিমত ব্যক্ত করে আসিফ নজরুল বলেন, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের স্পষ্ট দায় রয়েছে।
অসুস্থ থাকাকালীন বেগম জিয়ার চিকিৎসায় বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা সম্পর্কে তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে সব সময় তাঁর খোঁজখবর রেখেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি বিদেশে পাঠানোর মতো থাকত, তবে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হতো বলেও তিনি উল্লেখ করেন।