ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরদার মুজিব নামের এক আওয়ামী লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। সোমবার (২৯ ডিসেম্বর) কলারোয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম- মাগফুর। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার কৃষিবিষয়ক সম্পাদক সরদার মুজিবের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন।
জানা গেছে, মাগফুরকে গ্রেপ্তার করা হলে অন্য একজন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সরদার মুজিবের পক্ষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে দেন।
সোমবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সরদার মুজিব কালবেলাকে বলেন, তার পক্ষে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তবে মনোনয়নপত্রের প্রস্তাবক মাগফুরকে কলারোয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার নিঃশর্ত মুক্তির দাবি জানাই।
কলারোয়া থানার ওসি এইচএম শাহিন লেন, মাগফুরকে কলারোয়া থানার একটি নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে নাশকতা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, মুজিবুর রহমান নামে একজনের মনোনয়নপত্র জমা হয়েছে। অন্য কেউ তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাৎক্ষণিকভাবে বুঝতে পারিনি কে জমা দিয়েছেন।