মাত্র দুই মাস আগেই স্ত্রীকে হারান আমার দেশ পত্রিকার কক্সবাজারের স্টাফ রিপোর্টার আনছার হোসেন। সেই শোক কাটিয়ে ওঠার আগেই এখন ১৩ বছর বয়সী ছোট ছেলে রিতাজ হোসেনকে হারালেন তিনি।
শনিবার রাত আটটা ৫৫ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে রিতাজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর আগে, শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রিতাজকে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউ থেকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্য রওয়ানা হন তার বাবা সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক আনছার হোসেন। এদিন সকাল থেকেই রিতাজ (১৩) ডিপ কোমায় চলে যায়।
রিতাজের মৃত্যুর বিষয়টি সাংবাদিক আনছার হোসেন নিশ্চিত করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় রিতাজের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে । নামাজ শেষে কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ার ছড়া পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরে পাশে তাকে দাফন করা হবে।
পরিবার সূত্র জানায়, সাংবাদিক আনছার হোসেনের দুই ছেলে। এর মধ্যে ছোট ছেলে রিতাজ ষষ্ঠ শ্রেণীতে ভর্তিচ্ছু ছাত্র ছিলেন। তবে দুই মাস আগে তার মায়ের মৃত্যু হওয়ায় চট্টগ্রামে খালার বাসায় পাঠানো হয় তাকে, সেখানে একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু করেছিলেন তার খালা।
গত ২৫ ডিসেম্বর রিতাজ ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। পরের দিন ২৬ ডিসেম্বর তাকে চট্টগ্রাম নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা আইসিইউতে রেফার করে। তবে ২৭ ডিসেম্বর সকাল পর্যন্ত তার অবস্থার কোনো উন্নতি হয়নি। শনিবার সকাল থেকে জীবন মৃত্যুর মাঝখানে তথা ‘ডিপ কোমায়’ চলে যায় ছোট্ট রিতাজ।
সাংবাদিক আনছার হোসেন জানান, শনিবার বিকাল চারটায় চট্টগ্রাম থেকে তাকে অ্যাম্বুলেন্স যোগে কক্সবাজার নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর সদর হাসপাতালে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করালে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।