Image description

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি। আমরা চাই বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে করে নির্বাচনের সময় কেউ গন্ডগোল করার সুযোগ না পায়।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর প্রচারণার ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান রিপাবলিক ইনস্টিটিউট; তারা প্রত্যেকে পর্যবেক্ষক পাঠাবে। তাদের সব ধরনের সহায়তা আমরা দেব। তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেটা আমরা দেখব।’

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, ‘মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। কারণ তারা দীর্ঘদিন ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা আশা করব এবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে ভোট অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘যেকোনো নির্বাচনে ছোটখাটো কিছু গন্ডগোল হয়। কিন্তু মূল বিষয়টা হচ্ছে, নির্বাচনে মানুষের মতামত প্রতিফলিত হয় কি না, এটা গুরুত্বপূর্ণ। বিগত দিনের কথিত ৩টি নির্বাচনে যেটা প্রতিফলিত হয়নি। আমরা আশা করব এবার সেটা ঠিকঠাক মতো হবে।’

অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছার উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ ভোটের গাড়ির উদ্বোধনে উপস্থিত থেকে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়গুলো প্রত্যক্ষ করেন।

শীর্ষনিউজ