বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার সময় তার গাড়ি বহর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী কিছু শিক্ষক শুভেচ্ছা বিনিময়ের জন্য রাস্তার পাশ থেকে তার গাড়ি বহরের সামনে চলে আসেন। এসময় গাড়ি বহরের সামনে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। তাদের সরিয়ে দেওয়ার সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি জাবি ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে (ডেইরী গেইট) ঢাকা-আরিচা সড়কের আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা সমালোচনার জন্ম দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তারেক রহমানকে বহনকারী বাসের সামনে তারেক রহমানকে দেখে হাত নাড়ছেন কিছু শিক্ষক। তাদের দেখে তারেক রহমানও হাত দিয়ে ইশারা দেন। তার কিছুক্ষণ পরই গাড়িবহরের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা তাদের সরিয়ে দিতে দেয়। এসময়ে তারেক রহমানের বাসের কাছাকাছি থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি জাবি ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে ধাক্কা খেতে দেখা যায়।