Image description

চলতি বছরের ৫ম শ্রেণির ইবতেদায়ি ও ৮ম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে রবিবার (২৮ ডিসেম্বর)। এদিন সকাল ১০টা থেকে উভয় পরীক্ষা শুরু হবে। ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার সময় আড়াই ঘণ্টা ও দাখিলের সময় তিন ঘণ্টা।   

ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী, পরীক্ষা শুরুর প্রথম দিন কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরবি (১ম ও ২য় পত্র) পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর (সোমবার)। বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) এবং গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ৩১ ডিসেম্বর (বুধবার)। 

জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর হবে কুরআন মাজিদ ও তাজভিদ এবংআকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা। এরপর ২৯ ডিসেম্বর আরবি ১ম পত্র ও আরবি ২য় পত্র, ৩০ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ৩১ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা: 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পাঠ্যপুস্তক থেকে, মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থেকে আসন গ্রহণ করতে হবে। প্রবেশপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের সীল ও স্বাক্ষরসহ পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করতে হবে।

 

উত্তরপত্রের ওএমআর (OMR) ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত Non-Programmable সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ।

এছাড়া পরীক্ষার্থীরা মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, হেডফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে আনতে পারবে না।