Image description

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেবকে গুলি করার ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী ডি কে শামীম উরফে ঢাকাইয়া শামীম এবং তার সহযোগী মহাদীনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

তাদের গ্রেফতারের বিষয়টি শনিবার বেলা ১২টার দিকে নিশ্চিত করে র‌্যাব জানিয়েছে, গ্রেফতার সন্ত্রাসী ডি কে শামীম উরফে ঢাকাইয়া শামীম এনসিপি নেতা মোতালেবকে গুলি করেছে। বিকাল ৩টায় প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে (৪২) খুলনা নগরীর সোনাডাঙ্গার একটি ভাড়া বাসার ভেতরে গুলি করা হয়। এ ঘটনায় ওইদিন রাতে তনিমা ওরফে তন্বী নামে  সন্দেহভাজন এক নারীকে আটক করেছে পুলিশ।