Image description

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেয় স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান। শেষ পর্যন্ত বিসিবি দায়িত্ব নেয় দলটির। এমন পরিস্থিতির মাঝে উদ্বোধনী দিনে মাঠে নেমে দারুণ পারফরম্যান্স উপহার দেয় চট্টগ্রাম। নোয়াখালী এক্সপ্রেসকে তারা উড়িয়ে দেয় ৬৫ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দলের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অধিনায়ক শেখ মেহেদী।

বিসিবি দায়িত্ব নেওয়ার আগের কয়েকদিন চট্টগ্রামের ক্রিকেটারদের মধ্যে তৈরি হয়েছিল অস্থিরতা। মেহেদী বলেন, ‘ব্যবস্থাপনা যদি ভালো না থাকে, ক্রিকেটাররা তো একটু… আমরা যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটার, এই পরিবেশনটা তো… মূলত এরকম পরিবেশ কোনো ফ্র্যাঞ্চাইজিতে আমি পাইনি। আমার জন্য কঠিন ছিল। তবেপরিস্থিতি যেমনই হোক, খেলার ভেতর ঢুকলে তো সবটুকু প্রচেষ্টা থাকবে খেলা নিয়ে। এরকমই ছিল আমাদের।’

চট্টগ্রাম অধিনায়ক আরও বলেন, ‘চেষ্টা ছিল, মাঠে ঢুকলে যেন আমরা সবাই যথাযথ তাড়না দেখাতে পারি। যতই ঝড়-তুফান যাক না কেন, খেলা তো মাঠের ভেতরে। আপনি যখন ২২ গজে ঢুকবেন, মানসিকতা তখন খেলার জন্যই থাকবে। তবে এটা একটু কঠিন ছিল। আমরা তাড়াতাড়ি মানিয়ে নিয়েছি, এটাই গুরুত্বপূর্ণ ছিল।এটা খেলার ভেতরে (টুর্নামেন্ট চলার সময়) হতে পারত। খেলা শুরুর আগেই সমাধান হওয়ায় ক্রিকেটারদের জন্য ভালো হয়েছে।’

নেতৃত্বের অভিষেকে ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলার পর বোলিংয়ে ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট নিয়েছেন মেহেদী। অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, ‘অধিনায়কত্ব আমার জন্য একদমই নতুন। ভালো পর্যায়ের ক্রিকেটে কখনোই সম্ভবত অধিনায়কত্ব করিনি। এটা আমার প্রথম ছিল। একটু রোমাঞ্চিতও ছিলাম। সব মিলিয়ে ভালো লাগছে। আমি এখনও শিখছি। আমার নেতৃত্বে এটিই প্রথম বিপিএল ম্যাচ। সিনিয়রদের থেকে অভিজ্ঞতা নিয়েছি।’