ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। তারা দেশের জনগণকে শাহবাগ মোড়ে এসে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
শুক্রবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের জনগণকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থান করার জন্য আহ্বান করা হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তারা শাহবাগ অবরোধ করেন।
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি এসে শাহবাগ মোড় অবরোধ করে। এতে ওই এলাকায় যান চলাচল থমকে আছে।
১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ১৮ ডিসেম্বর রাত ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।