‘আমি এসেছি আপনাদের কাছে, কিন্তু আমার মনটা পড়ে আছে হাসপাতালে মায়ের কাছে...।’ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সবার উদ্দেশে দেয়া বক্তব্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন। এরপর বক্তব্য শেষ করেই তিনি মাকে দেখতে ছুটে যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার মা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন। তাইতো প্রাণপ্রিয় মাকে দেখতে আট হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসার ক্লান্তি এবং বিশাল জনসমুদ্রের উচ্ছ্বাস-উদ্দীপনা মাড়িয়ে হাসপাতালে ছুটে যান তারেক রহমান। হাসপাতালে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
গতকাল বিকেল পৌনে ৫টার দিকে গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করেন তারেক রহমান। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করেন। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দর থেকে জুবাইদা রহমান ও জাইমা রহমান গুলশানের বাসায় চলে যান। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে আসেন তারা।
এদিকে তারেক রহমান হাসপাতালে যাবেন এমন খবরে এভারকেয়ারের সামনেও দলটির নেতাকর্মীরা ভিড় করেন। অনেকে ৩০০ ফিটের গণসংবর্ধনা মঞ্চের কাছাকাছি যেতে না পেরে তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়েছিলেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একনজর দেখতে ভিড় করেন তারা। বিএনপি নেতাকর্মীদের ভিড়ের কারণে এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে পুলিশ, বিজিবি ও সেনাসদস্যদের মোতায়েন করা হয়।
এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশে রওনা দেন। দলীয় নেতাকর্মীরা রাস্তার দুধারে হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিট পর মঞ্চে পৌঁছান বিএনপি নেতা তারেক রহমান। তার আগে দুপুর ১১টা ৪৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান।