Image description
 

সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত মুখ মেঘনা আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ঢাকা-৮ আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। বুধবার (২৪ ডিসেম্বর) নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

 

ঢাকা-৮ আসনে এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি সম্ভাব্য প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

প্রার্থীতা ঘোষণার পর ফেসবুকে দেওয়া এক বার্তায় মেঘনা আলম জানান, তিনি ঢাকা-৮ আসনকে দেশের নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চান। তার পরিকল্পনার অংশ হিসেবে এলাকায় আধুনিক ও কার্যকর সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে নারীরা চলাফেরার সময় স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার না হন।

 

এ ছাড়া তিনি এলাকায় একটি উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার কথা বলেন, যেখানে নিরাপদ হাঁটাচলা ও সাইকেল ব্যবহারের সুযোগ থাকবে। পাশাপাশি ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টি, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান মেঘনা আলম।