Image description
 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর ঘটনার সাক্ষী হলো বিশ্ব। পবিত্র কোরআনে হাত রেখে শপথ নিলেন একজন বিচারপতি। মার্কিন বিচারব্যবস্থার দীর্ঘ পথচলায় এমন তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত এর আগে আর কখনো দেখা যায়নি। আর এই নজিরবিহীন ইতিহাস স্থাপন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী সোমা সাঈদ।

তার এই শপথ গ্রহণ যুক্তরাষ্ট্রে ধর্মীয় বৈচিত্র্যের একটি নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে। যে প্রাপ্তির পর সংশ্লিষ্ট দেশের ৫০টি অঙ্গরাজ্যজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ প্রবাসী বাংলাদেশির মাঝে বইছে প্রাণবন্ত আলোচনা, মিষ্টি বিতরণ ও আনন্দ-উচ্ছ্বাস। সোমা সাঈদ নিজেও ছিলেন বেশ উচ্ছ্বসিত।

গেল সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটিস্থ কুইন্স সিভিল কোর্ট হাউসে উচ্চপদস্থ বিচারপতি, কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পবিত্র কোরআনে হাত রেখে নিউইয়র্কের স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন সোমা সাঈদ। তিনি এখন মার্কিন বিচারাঙ্গনের চেয়ারে বসে বিচারকার্য পরিচালনা করবেন।

 

এ উপলক্ষে ওই কোর্ট হাউসে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গেল ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যজুড়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, এতে বিচারপতি নির্বাচিত হন সোমা। মূলত মার্কিন বিচারক নির্বাচিত হয়ে থাকেন স্টেট ও স্থানীয় পর্যায়ের বিচারক এবং বিচারপতিরা দলীয় ও সাধারণ নির্বাচনে জনগণের ভোটে।

 

সোমা সাঈদ কেবল মেধাসম্পন্ন ব্যক্তিত্বই নন, বরং বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত এক মুখ। এর আগেও ২০২১ সালে তিনি কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

 

বিস্তারিত দেখুন ভিডিওতে...