Image description
 

বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের ঘরে বইছে উৎসবের আমেজ। তিন বছর আগে বড় ছেলের বিয়ের পর এবার তার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন গায়ক।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে ছেলের বিয়ের ছবি শেয়ার করে আসিফ আকবর লেখেন, ‘আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বাদল শাহরিয়ার এর মেয়ে লামিয়া তানজিম শ্রেয়সী এখন আমাদের বৌ'মা। এবার আত্মীয়তা ব্রাহ্মণবাড়িয়ায়।’ 

 
 

তিনি লেখেন, ‘রুদ্র এবং শ্রেয়সী নতুন জীবনে পদার্পন করেছে। তাদের দাম্পত‍্য জীবন সুখী এবং সুন্দর হউক। আপনাদের কাছে আমার ছেলে এবং বৌ’মার জন‍্য দোয়া চাই।’

বড় ছেলে বিয়েতে অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে জনপ্রিয় এই গায়ক লিখেছেন, ‘আমার বড় ছেলে শাফকাত আসিফ রণ কানাডার টরন্টোতে একটি ব‍্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, ছুটি মেলেনি। টরন্টোতেই বড় বৌ'মা ইসমাত শেহরীন ঈশিতার পরীক্ষা থাকায় তারা বিয়েতে অনুপস্থিত। তাদের খুব মিস করছি, আর এটাই জীবন।’

 

সবশেষে সবার উদ্দেশে ভালোবাসা জানিয়ে আসিফ লেখেন, ‘সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।’