Image description

 

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আগুন লাগা ঘরের ভেতর আটকা পড়ে দগ্ধ এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুজন দাদি-নাতনি বলে জানা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া গেট এলাকার কাদেরিয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- জান্নাত আরা (৫) ও তার দাদি রুবি আক্তার (৫৫)।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে (৯৯৯) সকাল ৮টা ২৫ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। তিনটি ইউনিটের অগ্নি নির্বাপক দলের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই একটি আধাপাকা ও বাকিগুলো কাঁচা মিলিয়ে ৮টি বসতঘর পুড়ে যায় এবং আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়।

 

পুড়ে যাওয়া বসতঘরের বাসিন্দারা হলেন—মো. ফারুক, মো. কায়েস আহমদ, মনসুর আহমেদ, জয়নাল আবেদিন, মো. এস্কেন্দার, সনজিত ও শিরিন আক্তার। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জান্নাত ও তার দাদি রুবি বসতঘরে একই কক্ষে ঘুমান। তার বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা ঘরের সামনের দিকের কক্ষে ছিলেন। আগুন লাগার পর হুড়োহুড়ি করে সবাই বের হলেও দাদি-নাতনি বের হতে পারেননি। ঘরের ভেতরে পুড়েই তাদের মৃত্যু হয়েছে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন সারাবাংলাকে বলেন, ‘আগুনে আটটি বসতঘর পুড়ে গেছে ও দুজন মারা গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’