ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুরের পাঁচটি আসনেই প্রার্থীদের প্রচারে মাঠ সরগরম হয়ে উঠেছে। মাঠের তথ্য বলছে, এবার ভোটযুদ্ধে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) না থাকায় মূলত লড়াই হবে বিএনপি বনাম জামায়াতে ইসলামীর। এ ছাড়া মাঠে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জনতার দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ।
গাজীপুর-১ : এ আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মো. মুজিবুর রহমান। জামায়াতের প্রার্থী সাবেক সচিব মুহাম্মদ শাহ আলম বকশী। এ ছাড়া প্রার্থী হিসেবে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা জি এম রুহুল আমীন এবং গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক মো. আজাহার পাঠান। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান জানান, এ আসনে দলীয় প্রার্থী কে হবেন সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
গাজীপুর-২ : শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এ আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাজীপুর জেলা সদর ও সিটি করপোরেশনের বেশির ভাগ অংশ নিয়ে গঠিত এ আসন। এখানে ধানের শীষ নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের গাজীপুর মহানগর নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ হোসেন আলী। এখানেও এনসিপির প্রার্থী এখনো নির্ধারণ হয়নি।
গাজীপুর-৩ : এ আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। জামায়াতের জেলা আমির ড. জাহাঙ্গীর আলম। এনসিপি থেকে মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আলমগীর হোসাইন।
গাজীপুর-৪ : এ আসনে বিএনপির প্রার্থী দলের জেলা যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ছোট ছেলে। জামায়াতের মনোনয়ন পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সালাহউদ্দিন আইউবী। এনসিপি থেকে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান ও কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মুহিম প্রার্থী হতে পারেন বলে প্রচার রয়েছে। ভোটের মাঠে প্রার্থী হিসেবে আরও রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা কাজীম উদ্দিন।
গাজীপুর-৫ : এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের জেলা আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। জামায়াতের গাজীপুর মহানগর নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. খায়রুল হাসান। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এনসিপি থেকে কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব প্রার্থী হতে পারেন বলে প্রচার রয়েছে। এ আসনে জনতার দল-এর মহাসচিব মো. আযম খান প্রার্থী হচ্ছেন বলেও প্রচার রয়েছে। গাজীপু-৪ আসনে বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, ‘আন্দোলন-সংগ্রামে বেড়ে ওঠা গাজীপুর জেলার মূল দল ও অঙ্গসংগঠনগুলো সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে দিনরাত প্রচার চালিয়ে যাচ্ছেন। গাজীপুরের সব আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন ইনশাল্লাহ।’