ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার, আসামীদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
শুক্রবার (১৯ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সংক্ষিপ্ত সমাবেশের পর ওসমান হাদীর জন্য মোনাজাত করা হয়।
বিক্ষোভ সমাবেশে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণেই ঢাকা নগরী মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তাই আগামীকালের মধ্যেই তার পদত্যাগ করতে হবে। আমার ভাইয়ের জানাজার পূর্বেই এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আগামীকাল জানাজায় অংশগ্রহণ করতে দিব না। যতদিন না পর্যন্ত ওসমান হাদীর হত্যাকারীদের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন থাকতে পারবে না।’
এ সময় শিক্ষার্থীদের 'আমরা সবাই হাদী হব, যুগে যুগে রয়ে যাব' , 'তোমার দেশ , আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ', 'দিল্লি না ঢাকা , ঢাকা ,ঢাকা', ‘একটা একটা লীগ ধর , ধইরা ধইরা জবাই কর' ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।