Image description

একদল লোকের হামলা, ভাঙচুর ও অ‌গ্নিসংযোগের কারণে ছাদে আটকে পড়া ডেইলি স্টারের সংবা‌দিকদের না‌মিয়ে এনেছে ফায়ার সা‌র্ভিস। টি‌টিএল (টার্ন টারবো লেডার) ব্যবহার করে তাদের নামিয়ে আনা হয়েছে। 

বৃহস্প‌তিবার রাতে ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অ‌গ্নিসং‌যোগ করে একদল লোক। 

এ সময় ডেইলি স্টারের প্রায় ৩০/৩৫ জন সাংবা‌দিক ও কর্মকর্তরা-কর্মচারী ভবনের ছাদে আশ্রয় নেন। ভবনের নিচে আগুন থাকায় দীর্ঘসময় ছাদে অবস্থান করতে হয় তাদের। এ সময় তা‌দে‌র উদ্ধারে ও আগুন নেভাতে ফায়ার সা‌র্ভিসের সদস্যরা গেলে প্রথ‌মে বাধা দেয় বিক্ষোভকারীরা। কিছুক্ষণ পর অবশ্য ফায়ার সা‌র্ভিসকে যেতে ‌দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নি‌ভিয়ে ভবনে আটকে পড়াদের উদ্ধার করেন।