Image description

রাতে নিরাপত্তার স্বার্থে ওসমান হাদির পরিবারের কোনো সদস্য কারও সঙ্গে কথা বলবেন না—এমন নির্দেশনা দেওয়া হয়েছে। পারিবারিক নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানা পুলিশ।

নলছিটি থানার এসআই শেরজাহান জানান,হাদি ভাইয়ের পরিবারের সবাই মর্মাহত তাছাড়া তারা অসুস্থ এ কারণে রাতে কারো সাথে কথা বলবেন না বা দেখা করবেন না। শুক্রবার সকালে সবার সাথে কথা বলবেন।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।