বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, সংশোধিত শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুসারেই ভর্তি ফি ও টিউশন ফি আদায় করতে হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে সংশোধিত নীতিমালা অনুযায়ী।
নির্দেশনায় উল্লেখ করা হয়,‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা (সংশোধিত)’
অনুযায়ী ভর্তি ফি এবং টিউশন ফি নীতিমালা-২০২৪-এর তফসিল ক, খ ও গ-তে নির্ধারিত হারের বাইরে কোনো ফি আদায় করা যাবে না। নির্ধারিত হারে টিউশন ফি সংগ্রহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নীতিমালার বাইরে বাড়তি ফি আদায়ের প্রবণতা রোধে এ নির্দেশনা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।