Image description
 

চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, একজন ভোটারের এবার দুইটি ভোট। সংসদ সদস্য প্রার্থীকে ১টি ও গণভোট ১টি। এর বাহিরে কেউ যদি কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে তার সে হাত আর থাকবে না।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হাজীগঞ্জ উপজেলা প্রশাসকের আয়োজনে চাঁদপুর জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি-বর্গগণের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার সকলের উদ্দেশে বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিবেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে প্রত্যেক ভোটার নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছে তার পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে সেজন্য সকল রাজনৈতিক দল সহযোগিতা করবেন।

 

তিনি বলেন, জেলার ৮টি উপজেলার মধ্যে ৭ নম্বর উপজেলা হিসেবে এখানে আমি মতবিনিময় সভা ও উপজেলায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করছি। আগামী ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ইং জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হইবে। নির্বাচন কমিশন কর্তৃক দেওয়া আচরণবিধি শতভাগ মেনে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। কেউ ওয়াজ-মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠানের নামে নির্বাচনী প্রচারণা চালালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে তিনি আইনের সঠিক প্রয়োগ বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও হাজীগঞ্জ থানা অফিসার ইন-চার্জকে নির্দেশ দেন।

 

সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রায়হান সরকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিনা জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর জব্বার, হাজীগঞ্জ প্রেসকাবের নেতৃবৃন্দ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক দল- বিএনপি, বাংলাদেশ জামায়েতে ইসলাম, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন ও এনসিপির নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,গণ্যমান্য ব্যক্তিবর্গ।